আল্লাহ রহিম ও রহমান
নিত্য বহে রহমতের বান্।।
এ দুনিয়ার ভাঙ্গা গড়া
চন্দ্র সুরুজ আকাশ তারা
বায়ু পানি মাটি ছড়া
সবই তার দয়ার দান।
যেদিকে চাই চোখ নিহারী
আহার যোগায় তিনি সবারই
পিপাসাতে তৃষ্ঞা মিটায় বৃষ্টি ঝরি
বিনা স্বার্থে দেয়া তার মহামহিয়ান।।
একদিন সব ছাড়ি যেতে হবে
চিরস্থায়ী নহে কেহ, রবে না ভবে
কুদরতে বাঁচায় যখন পড়ি অভাবে
শোকর করি না, ভুলে যাই প্রতিদান।।
পলকেতে লন্ডভন্ড করে অবসান
চোখের সামনে রয়েছে কত প্রমাণ
তবু করি বড়াই বড়াই,দেখাই মান-সম্মান
ধরবে যেদিন রেহাই নাই, নাইরে পরিত্রাণ।।
Related Posts
অনন্ত প্রতীক্ষায় এখনাে প্রহর গুনি
Leave a Comment
/ অবস্থা ব্যতিক্রম নয়, কবিতা / January 5, 2019 January 5, 2019 / By
sahitya patrika