রাজ পথ : স্বপ্না দত্ত চৌধুরী

রাজ পথ : স্বপ্না দত্ত চৌধুরী

কত নীরব সাক্ষী হয়ে আছো তুমি হে
মহা রাজপথ,
কত বছরের ইতিহাস বহে হয়েছ
তুমি যে মহৎ ।
যুগ যুগ ধরে তোমার এ পথে চলেছে
যে কত গাড়ি ঘোড়া,
তার সাথে চলেছে মানুষের স্রোত কত
না স্মৃতিতে ভরা ।
তোমার এই বুকে শুনেছি মানুষের
কত যে আর্তনাদ
তার সাথে আরো শুনেছি মানুষের
কত গর্জন প্রতিবাদ ।
মিছিলে মিছিলে ভরা দেখি সে ছবি
তোমার এ পথ বেয়ে
কত কান্নার প্রতিধ্বনি শুনি তোমারে
সাথে নিয়ে ।
কত আনন্দ খুশি হয়ে চলে তোমার
ওপর দিয়ে
আবার কখনো শুনি হাহাকার ধ্বনি
আকাশ বাতাস কাঁপিয়ে।
কত শহীদের রক্তে রাঙানো হে তুমি
রাজপথ
কত মনীষীর পদধূলিতে আজ হয়েছ
যে তুমি মহৎ।
ক্ষত বিক্ষত হয়ে তবুও তুমি কর যে বহন ভার সারাদিন
নীরবে ফেল কত অশ্রু জল বোঝে না তা মানুষ কোনদিন ।
চিরকাল রবে মানুষের এই তোমাকে শোষণ পীড়ন ,
তবুও কর হাসি মুখে সব কভু করো নাকো কোন অভিমান ।
তোমায় রাখা যে সযতনে সবার খুবই
আজ প্রয়োজন।
তুমি ভালো থেকো আমাদের দেখো করো নাকো মনে কিছু,
সমাজের মাঝে আরো বাকি জন যারা
আছে তোমা পিছু ।
যেমন করে এসেছি এ জগতে তোমারই এ পথ বেয়ে
তেমন করেই ছেড়ে যাব এ ধরা তোমার এ পথ দিয়ে।

Leave a Reply