আত্মা বিষণ রুগ্ন, চারদিকে দেহ পচার গন্ধ
সব কিছু লাগে অনেক অনেক মন্দ
রুগ্ন আত্মা বড় ক্লান্ত দিন তার শেষ ।
জড়গুলো ঘুরছে
দেহ সবার মরছে,
জড় জীব নির্জীব
মানুষ নামের পরজীবী
জীবন তাদের নাহি সজীব ।
রুগ্ন সব আত্মা, ডাক্তার দেয় না পাত্তা
শিক্ষা নীতি আত্মার স্মৃতি করছে সব অর্থ প্রীতি
না মরেছে আত্মা, ক্লান্ত সব প্রেতাত্মা।
শাবলু শাহাবউদ্দিন
ইংরেজি বিভাগের শিক্ষার্থী
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
রাজাপুর পাবনা
বাংলাদেশ।