কোজাগরী এবং বৈকুণ্ঠবাসিনী – শ্যামল কুমার রায়

শ্যামল কুমার রায়

কোজাগরী এবং বৈকুণ্ঠবাসিনী – শ্যামল কুমার রায়

কোজাগরী 

ধন সম্পদের আরাধ্য দেবী তুমি, 
গৃহস্থের ঘরে ঘরে পূজিতও তুমি ।
তোমারই কৃপায় কেউ অপার ঐশ্বর্যের অধিকারী হয়,
আবার তোমারই কৃপায় কেউ কেউ সুখী গৃহস্থ হয়।
জানি তোমার কোনো প্রিয় অপ্রিয় নাই , 
ভক্তিমতীর ঘরে তুমি চিরস্থায়ী তাই।
বৈকুণ্ঠবাসিনী

     –

    শ্রবণামৃত করেছি পান, 

যখন শুনেছি সেই গান – 

‘বৈকুণ্ঠ থেকে লক্ষ্মী এল, পৃথিবীর এই মাটিতে, 

জয়রামবাটীতে ।’

শ্যামাসুন্দরী তনয়া তুমি, 

ধরিত্রীর ক্রোড়ে সাক্ষাত  লক্ষ্মী প্রতিমা তুমি ।

নররূপী নারায়ণের ভরসাস্থলও তুমি ।

কত রূপে ধরা দিয়েছো মাগো এই ধরিত্রীর বুকেতে! 

কোথাও লক্ষ্মী, কোথাও সাক্ষাত সরস্বতী, আবার কোথাও বা জ্যান্ত দুর্গা তুমি! 

কিন্তু, তোমার আগে কেউ দেয়নি মাগো এমন বরাভয়  –

” কিচ্ছু চিন্তা করো না, বাবা, আমি মা থাকতে তোমাদের কে কি করবে । “

এই অভয়দায়িনী একমাত্র মাগো তুমি ।

কিন্তু, সবকিছু ছাপিয়ে গেছে মাগো তোমার ঐ মাতৃরূপখানী ।

” আমার ছেলে ধূলো কাদা মেখে এলে , আমাকেই তো ধূলো ঝেড়ে কোলে তুলে নিতে হবে । “

ঘরে ঘরে হোক মাগো তোমার ভাবনার জাগরণ।

কুসন্তান যদিও হয়, কুমাতা কখনোই নয়।

‘ নিন্দে মন্দ তো করতে পারে সবাই, 

জল যার স্বভাব নীচে যাওয়া, সূর্য কিরণ তাকেও টেনে তোলে, 

ভাঙতে পারে তো সবাই, গড়তে পারে ক’জন? ‘

কোজাগরী লক্ষ্মী পুজোর এই প্রাক্কালে, 

ভাবছি মাগো সক্কালে – 

আর একবার এসো গো মা এই ধরিত্রীর তলে, 

তাপক্লিষ্ট মানুষ যে আজ ছটফট করছে, 

‘উদ্বোধন ‘ আর ‘ নিবোধত’ এ তোমাকে খুঁজছে ।

অসহিষ্ণুতার মাত্রা মাগো ভীষণ বেড়ে গেছে ।

আসুরিক প্রবৃত্তি মাগো প্রবল হয়ে উঠেছে, 

কামিনী, কাঞ্চনে আসক্ত এরা সব, 

চির অতৃপ্ত কামানলে বুঁদ হয়ে আছে, 

আরও আরোর লোভ গগনচুম্বী আজ! 

ভোগ বিলাসে যেন কিছু না পরে বাদ ।

নিজে ছাড়া ফালতু সবই এদের কাছে , 

প্রতিহিংসা আর প্রতিদ্বন্দ্বিতায় এরা খুবই দড়ো। সহ্য গুণ এখানে খুঁজে পাওয়া ভার! 

তোমার সেই বাণী — ‘ পৃথিবীর মত সহ্য গুণ চাই ‘ — কাঁদছে নিভৃতে আজ।

তাই একবার এসো মাগো এই ধরাতে । 

হানাহানি আর লাঠালাঠি সব থেমে যাক আজ ।

ধর্মান্ধতার বিষ বাষ্প নিভে যাক আজ ।

ফিরুক মাগো সেই সোনালী দিন — 

যেখানে থাকবে না কোনো ভেদ ।

শরৎ আর আমজাদ কে নিয়ে কেউ করবে না কোনো জেদাজেদ। 

সমন্বয়ের ধ্বজা উড়বে মাগো সব ধর্মস্থানে, 

মানবতার জয়ধ্বনি দেবে সবাই,

 বৈকুণ্ঠলোকে মাগো তোমার সেদিন ফেরা চাই।

 কবি , গল্পকার , প্রাবন্ধিক 

 শ্যামল কুমার রায়

Leave a Reply