বারিপাতে ধারাপাত্,
চারিদিক করে মাত্,
পড়ে চলে গোপী চাঁদ,
ছেদ যতি সব বাদ।।
আলুর দমের গন্ধ,
লাগে নাকো মন্দ,
বরষাতে শীত শীত,
খেয়ে নিয়ে সব চিৎ।।
আয় আয় গোপীচাঁদ,
মা নিয়ে বসে ভাত,
ছাড়্ পড়া ধারাপাত্,
বস্ ওরে ধুয়ে হাত।।
ধোঁয়া-ভাতে আলুর দম্,
সাথে আছে চম্ চম্,
বারিপাত ঝম্ ঝম্,
ক্ষ্যাপাগোপী নে’রে দম্।।