
তোরই মতো আরেক মামদো আবির হাতে এসে/ আমায় নিয়ে তাজমহলে গিয়েছিল ভালোবেসে/ জোৎস্না রাতে হোলি খেলে গিয়েছিলাম ভেসে/ হঠাৎ মামদো গায়ের জোরে আমায় ধরলো ঠেসে/ ছটফটিয়ে দ্বিতীয় বার প্রাণবায়ু বেরিয়ে গেল শেষে/ তারপর আমার প্রেতশরীরে কষিয়ে লাথি ফেললো যমুনায়/ এই জীবনে
.
আমি আর ভুলিনা ছলনায়। /ভালোই যদি বেসে থাকিস আমায় বিয়ে কর/ সবাই দেখুক আমি বৌ আর তুই বর/ বিয়ের জন্য একটা বড় পার্টি দে/ নেচে গেয়ে ফূর্তি করে আমায় মাতিয়ে দে।/
.
আমার বাড়িটাকেই বানিয়ে ফেল তোর তাজমহল/ মরে যাওয়ার পরে সেখানে থাকার মানে কি বল?
.
.
.