শান্তিনিকেতন

শান্তিনিকেতন

শান্তিনিকেতন
মহীতোষ গায়েন

এইখানে এক সন্ধ্যায় পথ হারিয়ে যায়
ছাতিম গাছ তলায় তখন বৃষ্টি-আশ্রয়,
বৃষ্টি থেমে গেলে ঝরা পলাশরাঙা পথে
বাউল চোখ হারায়,হারায় গভীর রাতে।

সেদিন তোমায় দেখেছিলাম বসন্ত উৎসবে
প্রেমের বাতাস শরীর মনে বইছিলো নীরবে,
আকাশে পূর্ণিমা চাঁদ আজ দোল কাল হোলি
কর্ম,ধর্ম,বর্ণে প্রেমে এসো শান্তি কথা বলি।

জনজীবনে জোয়ার উঠুক হোক সার্থক রঙ সব
ফাগুন হাওয়ায় সুর ভাসছে ভাসে মুক্তির জনরব,
রঙের খেলায় মন মেতেছে আজ হৃদয় বৃন্দাবন
সবার মধ্যে বিরাজ করুক সাধের শান্তিনিকেতন,

মহীতোষ গায়েন

Leave a Reply