শিক্ষক দিবসের পুণ্য দিনে
সভক্তি প্রণাম রইল- তাদের চরণে।
যাদের চরণ তলে বসি অমৃতের কণা
লাভ করে জীবনে আনন্দ ধরে না।
শিক্ষা জীবিকা নয় জীবনের মানে
একথা শোনায় যারা শিষ্যের কানে।
শিক্ষার বহ্নি শিখা শত প্রতিকূলতার মাঝে
দেশে দেশে জ্বেলে তাঁরা আজও রেখেছে।
মোবাইল কেড়ে নেবে তাদের অধিকার
এ ভয় নাই তাঁর আনন্দ অবিকার।
একালব্য হয়ে মন আজও তাই
গুরুর বন্দনা গানে সতত যে ধায়।।