বিহানের বেলায়
শীতল জলের ছোঁয়ায়
শরীর ওঠে শিরশিরিয়ে।
খেজুর গাছের রসের ভাঁড়ে
ভনভনিয়ে বোলতা ওড়ে।
ঊষাকালে সূর্য দেবের ম্লান বদনে
মেঘলা দিনের শঙ্কা আনে মনের কোণে।
গ্রামগঞ্জের আনাচে কানাচে
বুড়ো বুড়ি বসে আছে আগুন আঁচে।
চা দোকানে গরম চা আমেজ আনে
আজ ছোট বড় ব্যস্ত সবাই
চড়ুই ভাতির আয়োজনে।
রঙ বেরঙের ফুলের মেলায়
মৌমছি দলে দলে ওড়ে বেড়ায়।
বিকাশ চন্দ্র মণ্ডল