জন্মদিনের শুভেচ্ছা রইল একরাশ,
জানি আজ এখনও সাড়া হয়নি প্রাতরাশ ।
দেখতে দেখতে উনচল্লিশটি বসন্ত করলে পার !
আজ তোমার চল্লিশতম জন্মদিন এবার ।
ভয়াবহ সেই বন্যার বছরে , গহন অন্ধকার মাতৃ
জঠর হতে ভূমিষ্ঠ হয়েছিলে তুমি,
রবির কিরণে আলোকিত হয়ে, রবিবারে
জাত তুমি ।
কন্যা শিশুর সেই কান্নার আওয়াজে মুখরিত
হল পাড়া,
খুশির খবর ভাগ করে নিতে মিষ্টিমুখ করল
গোটা পাড়া ।
যতদিন এ ধরাতে থাকবেন তোমার জননী,
স্মৃতিপটে অমলিন রবে তোমার জন্মদিনই ।
পায়েস, পলান্ন সহযোগে সাড়া হবে তোমার
দ্বিপ্রাহরিক আহার,
জন্মদিনে শুভেচ্ছা রইল আর একবার ।