কয়েকটা ফুলকাল পেরিয়ে ওপারে জ্বলছে আগুন
চেনাপথ গুলো ধীরে ধীরে নীল উত্তাপের ভগীরথ
এ সৃষ্টির আকাশে এখনও কোকিল ডাকে ; একাকী –
অথবা ভালবাসার অপরাধে অবিরাম শূন্যলগ্ন
ধোঁয়া মিশছে কুয়াশায় , এই ধুলোমাখা গোড়ালি
আলো খুঁজতে খুঁজতে স্মৃতির অনন্ত নিয়ে নেমে যায়
বকের ডানায় ; তখন তার ঠোঁটে দুঃখ-মাছ , পথে ভাঙা ইটের
জম-জমাট গ্রাম – শাড়ির আঁচলে বাঁধে বুকের নোঙর ,
ছন্দ শিখে নেয় মাটির কাছে –
পুড়তে পুড়তে জঙ্গল সাফ হয়ে যাওয়া ফাঁকা ফাঁকা জীবনে
একাকীত্ব ; তামাটে থেকে আরো তামাটে, কালচে –