প্রশ্নগুলো ধেয়ে আসতে শুরু করেছে
উত্তর নিরুত্তর চুপচাপ মানুষের মতো জটিল হচ্ছে
উত্তরগুলো প্রশ্নগুলোর মতো, জিজ্ঞাসার চিহ্নগুলো উত্তরের মতো
ঝুলিয়ে দিচ্ছে ,ঝুলে যাচ্ছে |
উত্তর প্রশ্ন না প্রশ্ন উত্তর মাথা কুটে মরছে
গিলবো কি সভ্যতা আগেভাগে টেন্ডার দিয়েছে পৃথিবী শুধু নয়
ব্রহ্মান্ড গিলে খাচ্ছে
সভ্যতার শুভ্রতাগুলো নগ্নতায় ঢাকা
নগ্নতাগুলো চিচিং ফাঁক এটাই বর্তমান শিল্প |
মানবিকতা অবাঞ্ছিত কন্যাভ্রূণের মতো নির্জন
ডাস্টবিনে শুয়ে ক্রদ্ধ কুকুরেরা ভালবেসে খাচ্ছে
জন্তুদের ভালোবাসার খামতি নেই
জলভাত ধর্ষণের ব্যাকরণ শিশুরাও টপাটপ শিখে ফেলছে
এজলাসে গড়গড় বলে দোষী সাব্যস্ত করছে শিশুমনন,
দুধের শিশুটির প্রেম বলতে থাকছে শুধু ফিডিং বোতল আর
কাজের মাসি,যৌনতাগুলি লাফ দিতে দিতে বিজ্ঞাপন ছেড়ে দিয়ে
ঘরের দেওয়ালে ঝুলছে,কবিতার রেহাই নাই যৌনাঙ্গ নিয়ে কবিতার
হাঁসফাস,শিল্প মানে অশ্লীল নয়
যৌনাঙ্গ যৌনদেশ ভাস্কর্য হচ্ছে , কেন কবিতায় নয়
শিল্প মানে কি শুধুমাত্র সৌন্দর্য ,দুঃখ হাহাকার ৃৃৃ
নয়,উৎশৃঙ্খলতাও শিল্পের দাবিদার, আব্রুতা মুক্তি ,জলপরী আর
মত্ত মানুষের মিথুন…..
এদিকে এঁটো কাঁটা ভিখারি,পথশিশু কুড়িয়ে খাচ্ছে |স্বর্গ
……,জাহান্নম তো স্বর্গ এখন ,
সিঁড়িগুলি খুঁজে পাচ্ছে না ভোগে সম্ভোগে পরস্পর ছুটে পালাতে
চাইছে রোবট মানুষেরা
পাশব প্রবৃত্তি চাটচাটি করে নর্দমায়
যন্ত্রনাগুলো সাঁতরে দিচ্ছে নদী
কাদাগুলোর ছোড়াছুড়ির কোনো দরকার নাই
অটোমেটিক ছিটকে ছিটকে আসতে শুরু করেছে
আমরা সভ্যতার শেষ বিন্দুতে ভেসে যাচ্ছি…..