সাদা চামড়ার মানুষ গুলো
ছিল ভীষণ পাজি
এই দেশেতে এসেছিল
ব্যবসা করার কাজে।
সেই যে এল থেকেই গেল
ফিরল না আর দেশে
ভারত বাসী তাদের কাছে
গোলাম হল শেষে ।
দুশো বছর ধরে ব্রিটিশ
করল ভারত শাসন
অত্যাচারের নেইকো সীমা
খুলল নারীর বসন।
নর নারী শিশু পিষ্ট
তাদের জুতোর তলায়
অত্যাচারের রেহাই পেতে
ফাঁস নিয়েছে গলায় ।
ভারত বাসী বুঝল শেষে
তাড়াতে হবে তাদের
নয়তো ভারত তাদের কেনা
ভারত মা আমাদের ।
খুব সহজে ছাড়ল না তো
ব্রিটিশ গোরা গুলো
হাজার হাজার ভারতবাসীর
রক্ত শুষে নিল।
ভারতবাসীর কঠিন শপথ
থাকবে না আর অধীন
শত শহিদের রক্ত দিয়ে
করল ভারত স্বাধীন ।
৪৭ শে ব্রিটিশ গেল
স্বাধীন হল দেশ
থাকব মোরা মিলেমিশে
ভুলব হিংসা দ্বেষ।
৭৩ এর স্বাধীনতায়
সেজেছে অলিগলি
বিপ্লবীদের স্মরণ করে
জানাই শ্রদ্ধাঞ্জলি ।