আমার অতীত রোমন্থন
সে নয় অক্ষমের বিলাস ভ্রমন
নয় তা ব্যর্থতার নিস্ফলা ক্রন্দন
সে যে আমার সমুদ্র মন্থন
ঠিক ভুলের রত্ন ভান্ডার
সে যে শিক্ষার গ্রন্থাগার
আমার অতীত রোমন্থন
সে যে আমার সত্যের সন্ধান
সংহত করি সঠিক অভিজ্ঞতা
নিতে হয় ভুল থেকে শিক্ষা
জেনে নিই ভবিষ্যৎ চলার পথ
আরও সমৃদ্ধ হয় আমাদের মত
এগিয়ে চলি নিশান হাতে
বন্দী থাকি না ব্যর্থতার কারাগারে।