একক, দশক, শতক, হাজার
অযুত কিংবা লক্ষ,
অত্ত ছেলে চাই না আমার
একটা পেলে দক্ষ।
সদগুণে যে গুণান্বিত
সত্য ন্যায় এ শীর্ষে;
নিযুত, কোটি অযোগ্যদের
মধ্যে হবে বীর’সে।
আকাশ জুড়ে হাজার তাঁরা
একটা শুধু চাঁদ;
যার কারণে দূর হয়ে যায়
অন্ধকারের বাঁধ।
.
মূর্খ যারা কেবল তারা
ধ্বংস ডেকে আনে;
একটি মানুষ, মানুষ হলেই
অর্থবহ মানে।
কপিরাইটঃডি কে পাল
তাং১৮/০৫/২০১৯
লেখক পরিচিতি ঃ
ডি কে পাল
সহকারী প্রধান শিক্ষক
বয়রা মাধ্যমিক বিদ্যালয়,
ছোট বয়রা,খুলনা
বাংলাদেশ
Related Posts
যখন কাঁচের টুকরো ভেঙে
Leave a Comment
/ কবিতা, ছড়া, ফুলে ভরা প্রতিদান / January 14, 2019 January 14, 2019 / By
sahitya patrika
সর্ষে ফুলে প্রজাপতি ওই
Leave a Comment
/ কবিতা, ছড়া, সর্ষে ফুলের হাসি / January 30, 2019 January 30, 2019 / By
sahitya patrika