অনুভব // তন্মনা চ্যাটার্জী
চিরঞ্জীব মুজিব // সব্যসাচী নজরুল
সোনার ছেলে কই
আমায় তুই বলনা মা আজ
কোথায় রইল কই?
আজো তোর ‘পরে
নরঘাতক তোর ছেলে কে
মারলো কেমন করে!
অঝোর নেত্র জলে
সদা জাগ্রত আমরা যে মা
তেজোদৃপ্ত বলে।
ঘুমাক পরম সুখে
বঙ্গবন্ধু চিরভাস্বর র’বে মা
সবার মুখে মুখে।
.
.
.
অল্প অল্প // মিজানুর রহমান মিজান
জিকির কর অল্প অল্প
লেগে থাকার আছে গল্প
সিন্ধু সৃষ্টি হতে বিন্দু স্বল্প।।
পথ চলাতে বসে না
বয়ে চলে নদী লক্ষ্য মোহনা
আটকাতে কেহ পারে না
সুফল আর সফলতা নহে কল্প।।
হারছি নিত্য জীবনের বাঁকে বাঁকে
অনাদরে ফেলে দেয় তোলে না বুকে
পথ চলি আশাতে খুজিনা অন্যকে
একমাত্র নির্ভরতা রহম পেলে অল্প।।
সুসময়ে আমার বহে দু:সময়ের ঝড়
গৃহত্যাগী হতে চাই খুজে শিকড়
বিফল মনোরথ সফলের লক্ষ্যে তোলে ঝড়
তাছাড়া গতি নাই জানি হলেও অল্প।।