.
.
জ্যৈষ্ঠের এগার,আলোকিত দিন
এল এক বীর শিশু,তার কাছে ঋণ।
.
মৃত্যুকে জয় করে,জয়ধ্বজা উড়িয়ে
শত্রুর আস্তানা,বীরবেশে গুড়িয়ে।
.
.
প্রেম,দ্রোহ,সাম্যে,ফোঁটালেন ফুল;
বাঙালির তাজ তিনি,প্রিয় নজরুল।
.
.
দেশটাকে ভালবেসে,ঋজু রেখে শির;
চিরকাল অম্লান থাকবে সে বীর।
.
.
বীরদের বীর তিনি,সবটুকু বাঙালি;
সব সুখ ত্যাগ করে,ইতিহাস রাঙালি
.
.
সেই থেকে আজতক,কাঁদি তার জন্য
বীর জাতি বাঙালি,ধন্যাতিধন্য।
.
.
Related Posts
অনন্ত প্রতীক্ষায় এখনাে প্রহর গুনি
Leave a Comment
/ অবস্থা ব্যতিক্রম নয়, কবিতা / January 5, 2019 January 5, 2019 / By
sahitya patrika