-#সভ‍্যতার_জমিনে_মানুষের_কথা_#

-#সভ‍্যতার_জমিনে_মানুষের_কথা_#

১৬-০১-২০২৩
কুমিল্লা,বাংলাদেশ।
প্রদীপ ভট্টাচার্য,
কবিতা-#সভ‍্যতার_জমিনে_মানুষের_কথা_#

(কবি, ডঃ তৈমুর খাঁনের জন্মদিনে শ্রদ্ধার্ঘ)

সময় গেলে কথাগুলো একান্ত
পুরনো হয়ে যায় একদম।
সময় গেলে কথাগুলো জীবন্ত হয়ে
যায় কোন মাছের মত,ভেসে ওঠে
তুষের আগুন হয়ে জমিতে।

একদিন একটা কথায় ঝড় উঠেছিল
একদিন একটা কথায় নতুন সৃষ্টি হয়েছিলো।
একটা কথায় রাজপথ লাল হয়েছিল একদিন —–
দিন—-দিন—বেড়ে উঠেছিল বঞ্চিতের আর্তনাদ ;
টাইফুন হয়ে এটোম মেরেছিল প্রতিবাদে।

অনেকদিন পর দেখি ঐ কথাটায়
কোন দোষ ছিলনা ——
অনেকদিন পর দেখি সভ‍্যতার সিঁড়িতে
পুঁতেছিল উর্বরতার বীজ তাই
মুক্তির ডানায় নেয় মুক্ত নিঃশ্বাস আগামীর
আকাশ,সাগরের পাখিরা অনবরতঃ।

সত‍্যি সত‍্যি সেদিন সে
মানুষের কথাই বলেছিল ——-
বলেছিল তোমার আমার সভ‍্যতার কথা।

প্রদীপ ভট্টাচার্য

Leave a Reply