সময় যে রকম : বিশ্বনাথ পাল

সময় যে রকম : বিশ্বনাথ পাল

কি বললে তুমি জাতির আত্মা বাঁচছে 

 নিরাপদ দুরত্বএ শুধু ,

সীমাহীন কলঙ্ক নিয়ে বাঁকা চাঁদ 

উঁকি মারে মৃত্যুপুরীর কিনারে

শ্বাপদ জন্তুর মত,

নির্বাচনের ফলের মত ক্রমশ

প্রকাশিত  হয় মৃত্যুর সংখ্যা কেবল

জালে পড়া রুই বড়ই দুর্বল

চঞ্চল মন 

তাই সারাক্ষণ

মরে মৃত্যু বিবরে

হিম্মতদার বাতাসে কৈ আর মোছে

এই ভয়ের রেখা?

মানুষ বড় একা।

চোখের জ্লে ঝাপসা আজ

পথের বাস্তব নিশানা যায় না দেখা।

Leave a Reply