সাতলক্ষ তারার মত অপেক্ষা আমার
বসন্ত এখনও শেষ হয়নি, বসন্তের অবসানে
কিছু বসন্তপীড়িত ফুল হৃদ্য অভিমানে ঝরে
জীবন সংক্ষিপ্ত নয়, যৌবন যদিও ক্ষণস্থায়ী
তুমি সাজঘরে, লৌকিক আয়নায় নিজেকে দেখ
আজ সকালে শুভ মহরৎ তোমার যাত্রাপালার
আজ ভোরে আমার ঘুম ভাঙালো যে বকুল গন্ধ,
আজ পয়লা বৈশাখ, চাইলেই হতে পারে শুরুবাৎ
অনেক হল সাজঘর,লৌকিক আয়নায় দেখা
মৃত্যু দৃশ্য থেকে উঠে আসা শেষ অঙ্কের মত
যৌবন ক্ষণস্থায়ী, জীবন তো সংক্ষিপ্ত নয়
ভ্রুপল্লভ থেকে সেই চন্দনের বন কতদূর
মাঝখানে আজীবন হাইফেন,সাঁকোর মত ।
আজ পয়লা বৈশাখ, চাইলেই শুভ মহরৎ ।