বুকের ভেতর সারা দুপুর
উড়ছে উড়ুক শব্দগুলো
যেমন করে শব্দ উড়ে
তেমন করে উড়ে উড়ে
খুঁজে ফিরি আমার সময়
সময় থেকে এসে দূরে
আমার জীবন বাঁধা আছে
আজো আছে তোমার কাছে
শিরিষ তলে শিশুবনে
প্রেমের দিনে সেগুন ছায়ায়
বাতাবিফুলে ডালিমপাতায়
বুকের ভেতর আমার অসুখ
অসুখ আমার অনেক সুখের
অসুখ নিয়ে এত সময়
কাটিয়ে দিলাম তোমার বুকে
তোমার মানে তুমি জানো না
আমিই জানি
আমিই তোমার জানিচিনি
তোমায় নিয়ে বসে থাকি|