দাঁত থাকতে দাঁতের মূল্য
দিতে হবে ভাই
‘সময়’ খানি চলে গেলে
আর তো ফিরে নাই।
সুমিষ্ট আর মধুর হোক
মুখের ‘কথা’ টুকু
আফশোসে ফিরবে না আর
যতই মাথা ঠোক।
‘সুযোগ’এর সদব্যবহার
করতে হবে বুঝে
অলসতায় হারিয়ে গেলে
আর পাবে না খুঁজে ।
অবসাদে যতই থাকো
হারিয়ো না তো ‘আশা’
‘শান্তি’ টুকু রাখলে ধরে
জীবন হবে খাসা।
‘সততা’ হোক পরিচিতি
থাকুক যতই অভাব
হারিয়ে গেলে নিজের কাছেই
মিলবে না তো জবাব ।
‘বন্ধুত্ব’ আর ‘আত্মবিশ্বাস’
রতনের চেয়েও দামী
‘ভালোবাসার’ মূল্য অসীম
যতই থাকুক জমি ।
‘অহংকার’ পতন আনে
‘মিথ্যাচার’ এ শেষ
জীবন খানি ধ্বংস হবে
যদি থাকে ‘দ্বেষ’।