এক একটি পল
সম্পর্কের সৌহার্দ্য বন্যায়
পড়ে আছে অনীহার জলাদরে,
ইচ্ছেগুলো সঞ্চারিত উপদ্বীপ মত
বুকের ওপর ছিপছিপে ইচ্ছে জল
সারাদেহে তার অবহেলার উত্তাপ
গুটিকয় আশ্বাস জলজ কীটের বেশে
একটুতেই মাতোয়ারা।
যত প্রেম উদ্যায়ী বাস্পায়িত রঙ্গে
সুতীব্র প্রসাধনীর ন্যায়
তনুময় লেপটে রয় কিছু সময়
আবার মোহছিন্ন ক্ষণে
নতুন ঊষাকালে তাচ্ছিল্যে ধৌতসার।
যত মৌন আলেখ্য ভাষা প্রতিদিন
নতুন কবিতার উৎসাহী –
এমনি পুঃনির্মিত অধ্যায়ে সঞ্চারি মেঘ
ছেয়ে যায় আবার, বারবার।