মনেকরলাম অধিকার আর
তার সহজাত চলনে কিছুই চাইবেনা,
তবে কি তিতিক্ষা তিমিরেই থাকবে?
মুষ্টিমেয় মনুষ্যরূপ মানুষরা কি
জোনাকি হবার মত আশ্বাস রাখবে?
বহু বিনোদিত জীবন ময় পরিশিষ্টে
এমন অবাঞ্ছিত জীবনরা প্রাণ হীন
সংলাপে, ওদের নাট্যদলের অংশীদার
হতে হবেনা দল বলে?
ওরা কিছুনা বোঝার মৌনতা নিয়ে
নত দৃষ্টিতে একেযায় বিদ্রুপাত্মক
ছবি, আমাদের মৌনতা নিয়ে –
প্রশ্নাতীত অভিযোগ কে কার দায় নেবে
দৈনতা অস্পৃশ্য হয়ে কারাগার খোজে
আমি আর ওরা সবমিলে
আত্ম দর্পণে চুপিসারে নিজেকে দেখি,
এবং গরীব না হওয়ার আহ্লাদে
গরীব হওয়ার বাসনা মাখি।