হোলির দিনে আবীর-রঙে নেচে ওঠে কৃষ্ণ-রাধে,
খুশির বেগে,অনুরাগে,নৃত্য করে সাধে,
সত্যি কি আনন্দে,কি অনন্ত সুখেই না জীবন তাঁরা বাঁধে!
কৃষ্ণ-রাধের দোলন খেলায়, ময়ূরের ডাহুকী ডাকে,
রাধে যখন আবেগের সাথে পতিচ্ছবি আঁকে,
কৃষ্ণের সেই বাঁশির সুরেও মনমোহিত করে সকলকে।।
সুন্দরী স্বর্গে শুধুই আছে চিরন্তনী প্রাণের আলো,
সেখানে থাকতেই যে চাই মন বড়ো।।