সুমনা
সেদিনের অষ্টাদশী চঞ্চলা
তুমি ছিলে রাতের জ্যোছনা
দেখেছি তোমায় নাচের মুদ্রায়
তোমার অঙ্গে কত না বাহার
তুমি সেদিন সুরের মূর্ছনা
চুল তোমার অমাবস্যার অন্ধকার
মুখ তোমার রাতের পূর্ণিমা
তুমি ছিলে তন্বী তনয়া
যখনই চেয়েছি তোমায়
পেয়েছি সেদিন বারংবার।
আজ তোমায় পাই না আর
চুল তোমার দুধ সাদা
ভোরের পাহাড়ের তুষার
মুখ তোমার পাথরের কারুকার্য
দিনের আলোয় তমসা ঘনায়
মুখোমুখি আমরা দুজনায়
আজও অপেক্ষায় সেদিনের আশায়।