কেন এ মন
করে কেমন
কিছুই ভাল লাগে না।
মনের কোণে
অকারণে
দুঃখের ঠিকানা।
ভাল লাগে না।।
যনকে বোঝাই
কেন যে হায়
বোঝে না সে কিছু।
ভয়ের ঘোরে
ভেবেই মরে
মাথা করে যে নিচু।।
যখন তখন
কেন এমন?
এই যেন তার ধাত।
যুগের তালে
কোন খেয়ালে
ডাকে যে সে রাত।
রাত বিরেতে
মন ভুলাতে
করি নানা ছল
তবুও দেখি
নয় যে মেকি
গরায় চোখে জল।
জলে এত
জ্বালা কত
জ্বলে যায় যে মন।
কোন সুদূরে
পাবো ফিরে
সবার তরে সুমন।