এক অতিকায় ভীষণ ভারি
জলেভেজা বৃষ্টিদিন উস্কে ওঠে
সেদিন থেকে আজ,হয়ত কাল অবধিও
এমনি ভিজেই যাব সে দিনটিতে,
কাব্যের মেঘবালিকা সেইদিন
আমায় বুঝেছিল তার অনুপ দৃষ্টিতে।
দেখে ছিলাম তার প্রাণোচ্ছল রূপ
একটু দূরে বাঁশেদের তনুময়
পিচ্ছিলতায় জলরাশি হয়ে ঝরে পড়া –
ডোবাগুলির সোহাগ ধন্য ভেকের তারস্বর
মাঝে মাঝে হঠাৎ থেমে যাওয়া, রহস্যময়।
অনেক কথার ঘনত্বে যেন সে
আরোও আপন হয়ে জড়িয়ে ধরে চেতন,
পরিচয়ের বাক্য হারিয়ে বৃষ্টি তোমায়
নতুন মেঘমল্লারে আহ্বান করছি,
তুমিবদ্ধ অবিশ্রান্ততে আমি জেগে,আর
ঐ দেখতে না পাওয়া বিবশ
নিদ্রাহীন পথিক শূন্য, পদচিহ্ন
ধুয়ে যাওয়া পরিত্যক্ত পথঘাট।
চকিতে এখনো দেখি আলো মোহিত
কিছু জোনাকির বাঁচন প্রয়াস –
থৈ থৈ জলরঙ্গে অবাধ আহ্লাদে
আশাতীত শুষ্ক মৃত্তিকার অবাধ সন্তরণ
আবার জেগে ওঠে সব অব্যক্ত কথন।