পথ চলতে ,চলতে, সেই ছোট্ট ছোট্ট দেখা হাওয়া…
হালকা চোখ চাওয়া চায়ি,
মিষ্টি হাসি বিনিময়
সেই মুহূর্ত রা ই ধরা থাক
আমার হৃদয়পুরে চিরতরে।
মাঝে মধ্যে অল্প স্বল্প গল্পআড্ডা, ছোটো ছোটো
তর্কাতর্কি , হালকা ঝগড়া
সব কিছুই ছবির মত ধরা
আছে হৃদয়ের আঞিনায়।
কবিতায় অমর করে রাখলাম, সেই স্বর্ণালী মুহূর্তদের।জীবনের চলার
পথে থাকুক নাহয়, মিষ্টি দখিনা বাতাস হয়ে তোমার
মধুর সম্পর্শের সময়টুকু