কত সুধী গুণী জন
বাংলায় দিল মন;
কেউ নয় বড় আর তারচে’।
তুমি এলে অবশেষে
মাটি,জল ভালবেসে;
বাংলায় সতেরো’ই মার্চে।
হাজার বছর ধরে
যাতনায় মরে মরে
এ জাতি ছিল বড় নাজেহাল।
কাণ্ডারী হয়ে তুমি
মায়ের ললাট চুমি
শক্ত হাতে তাই ধর হাল।
জনবল খাড়া করে
পাকিদের তাড়া করে
দেশটাকে করে দিলে মুক্ত।
ইতিহাস কথা কয়
বাঙালির পতাকায়
রক্ত-সবুজ হয় যুক্ত।
নিশ্চিতে অধিকার
জেলে গেলে বহুবার
মুক্তিতে হুহু বাড়ে তেষ্টা।
মা বোনের সম্ভ্রমে
লক্ষ প্রাণের দামে
এনে দিলে প্রিয় এই দেশটা।
এনে দিলে প্রিয় ভূমি
জাতির জনক তুমি
হাজার বছর ধরে শ্রেষ্ট।
শ্রদ্ধায় অনুরণি
জাতির নয়ন মণি
মনের মণিকোঠায় প্রেষ্ঠ।
শোকাবহ পনেরো
বড় ব্যথা মনেরও
হৃদয় আকাশে ঝড়-বৃষ্টি।
মন হয় আনমনা
নেই কোন সান্ত্বনা
তবু এই দেশ সেরা সৃষ্টি।