A Stranger
.
Lang Leav
.
There is a love I reminisce,
Like a seed
I’ve never sown.
Or lips that im yet to kiss,
and eyes
not met my own.
Hands that wrap around my wrists,
and arms
that feel like home.
I wonder how it is I miss,
these things
I’ve never known.
অনুবাদ
আগন্তুক
রণেশ রায়
সে প্রেম যাকে আমি খুঁজে ফিরি,
বীজের মত,
আজও যে বেড়ে ওঠেনি
যাকে আমি আজও দেখিনি।
অথবা সেই ঠোঁট দুটি
যাকে আমি এখনো চুমি নি,
অথবা সেই চোখ জোড়া
যে নিজেকে নিজে দেখেনি।
সেই হাত দুটি,
যে জড়িয়ে থাকে
আমার কব্জিদ্বয়,
অথবা সেই বাহুডোর
যে আমার আশ্রয়।
আমি অবাক হয়ে ভাবি,
আমি এখনও বুঝি নি
কেমনে তাদের আমি হারাই
এদের এখনও আমি চিনি নি।
.