সেই অতীতের অন্ধকার গহ্বর
সমুদ্রের অতলে রত্নশালা আমার
আমার শৈশব আমার কৈশোর
উদ্ধত যৌবনের পারাপার।
সন্ধ্যা সূর্য অস্ত যায়
সমুদ্র মন্থন আমার
আজের এই শেষ বেলায়
আমি খুঁজে ফিরি সে রত্ন ভান্ডার
চয়ন করে আনি কত সে শব্দ কথা
মান অভিমান বিদ্রোহের উপাখ্যান
সে শব্দে রচনা আমার কবিতা
ফুলে ফলে সুসজ্জিত আমার উদ্যান।
অতীতের সেই গভীর গহনে
আমার চেতনার উন্মেষে
আমি বাঁচি আমার মননে,
কিছু কথা মনে পড়ে শেষে
কিছু হারায় বিস্মৃতির অতলে,
রোপন করে যাই সে বৃক্ষ গোপনে
ফুল হয়ে ফুটবে কোন একদিন
ভবিষ্যৎ জীবন প্রাঙ্গনে,
যেদিন থাকব না আমি আর
সে ফুলে মালা গাঁথে
পরপ্ৰজন্ম আমার।