সে বাঁচে অনুভবে // রণেশ রায় Leave a Comment / নাড়ি টিপে জানালে / August 2, 2019 August 2, 2019 / By sahitya patrika নাড়ি টিপে জানালে সে নেই আর সে চলে গেছে কিন্তু অনুভবে দেখ শোন তার হৃদয়ের স্পন্দন সে এখনও বেঁচে আছে সে বেঁচে আছে চেতনায় সে বাঁচে আমাদের অনুভবে আমাদের প্রত্যয়ে আজের এই দুঃসময়ে অন্ধকার তমসায় সে আশার প্রদীপ জ্বালায় বিস্তৃত দিগন্ত মাঝে সে বেঁচে আছে আমাদের ভাবনায়।