পিড়িং পিড়িং – ৩২ // মাধব মন্ডল
সরস প্রেম // যাকারিয়া আহমদ
যে পথের মোড়ে ফেলেছিলে দু’ফোটাজল,
বসেছিলে মাথা গুজিয়ে করেছিলো দু’চোখ টলমল!
একটি গোলাপ দিয়ে করেছিলে প্রেম নিবেদন;
এক পেয়ালা খেজুর রসের শরাব লয়ে পেছনে পেছনে
হেঁটেছিলে,
একচুমুক শরাব পানে করেছিলে আবেদন!
কিন্তু ফিরে চাই নি আমি!
ভেবেছিলাম হয়তো বা শরাবের বদলে হতে পারে
বাটি ভরা ঘোলাজল বা চিরতা;
আজ তোকে পেয়ে অবাক হই,
অবাক হই তোর নিষ্পাপ প্রেম দেখে!
সরস প্রেম, একদম সরলও।
লেখক: কবি ও প্রাবন্ধিক।