কলম যদি লিখতো একাই হাজার রঙের পদ্য হতো…কলম যদি ভাবতো একাই স্বপ্ন গুলো রঙিন হতো….তাই তো আমি বড়ো অসহায় লিখতে তুমি বলো আমায়….স্বপ্নগুলো ফানুস হয়ে রং মিলিয়ে হারিয়ে গেছে…আমার কলম আমার কাগজ তোমার হাতেই মানায় ভালো….আমার ভাষা হারিয়ে গিয়ে তোমার মনে ধন্য হলো…..