মায়াময় স্বপ্নের সূত্র খুঁজতে গিয়ে
প্রকাশিত হয় তিনটি ঘেসোপথ
প্রথম দ্বারে একবুক জ্যোৎস্না নিয়ে
বিদেশের মাটি ঘিরে মেঘপরিদের ডানার ছায়া
দু নম্বর পথে রোদরঙ স্বদেশী মায়াচাদর মোড়া
সমাধি সারির নিশ্চুপ ছায়ায় আনন্দের তান
লেখনি ঝরাতে থাকে তৃতীয় দ্বারের সৌরভ
মেঘের আদলে মেঘনাদের অস্তিত্বের লড়াই
কষ্টের কম্পাঙ্ক পেরিয়ে বেড়ে যাওয়া প্রিয়জনের ভালবাসায় ভর করে কবির সম্মুখে একরাশ আলো
এ আলো নিশ্চিন্ত ঘুমের দেশে ভেলা ভাসায় আলপথের আদরে
পথে ঘরে বিশ্বজুড়ে স্নেহ শিকড়ের শিকল মহাকাব্যের স্নিগ্ধ পরশে ভোলা যায় ভ্রমবেলার ঢেউ…
Related Posts
অনন্ত প্রতীক্ষায় এখনাে প্রহর গুনি
Leave a Comment
/ অবস্থা ব্যতিক্রম নয়, কবিতা / January 5, 2019 January 5, 2019 / By
sahitya patrika