স্বজন এসেছে স্বজনের খোঁজে
স্বজন সোহাগে খোঁজ’নে;
লাউ বরবটি মাংস রুটি
চচ্চড়ি কর সজনে।
.
.
দখিন দাওয়ায় শীতলপাটিতে
মখমল ফুল-আসনে;
শ্রান্তি জুড়াতে সোনার স্বজনে
সোহাগ ঢেলেদে গা-মনে।
.
.
মিহি চাল দুধে ন’লেন পায়েস
হাত -পাখা দোলা জুড়াতে;
মুখ শুদ্ধিতে আমলকি দিও
ভুলনা আঁচলে মোড়াতে।
.
.
স্বজন এসেছে স্বজনের খোঁজে
মনের দরজা খুলে’দে;
প্রীতি ও প্রেমের সব ক’টি ফুল
আপন সোহাগে তুলেদে।
.
.
Related Posts
অনন্ত প্রতীক্ষায় এখনাে প্রহর গুনি
Leave a Comment
/ অবস্থা ব্যতিক্রম নয়, কবিতা / January 5, 2019 January 5, 2019 / By
sahitya patrika