আমার মোটে একটি খুকু
স্বপ্ন আমার বহু।
একে একে পূরণ হলেই
শীতল হবে লহু।
সব কিছুতেই প্রথম হবে
এটাই আমি চাই
জীবনখানা যন্ত্র হলেও
কি বা আসে যায়?
পড়াশুনা ভালোই করে,
টিউশন গোটা ছয়,
তার সাথে স্পোকেন ইংলিশ
না শিখলেই নয়।
একটুখানি গিটার বাজায়
আবৃত্তি টা ও পারে।
অঙ্ক ভালো করবে ভেবেই
অ্যবাকাশ টা করে।
গানের গলা ভালো বলেই
হারমোনিয়ম কিনি ।
সপ্তাহে একটি দিন
আসেন দিদিমনি।
সময় পেলেই উঁকি মারে
আমার মোবাইল এ,
বুদ্ধি করে দিলাম আঁকায়
রং তুলি দিয়ে ।
পাশের বাড়ির ঐ মেয়েটা
বেশ ভালো নাচে।
দিলাম শেষে ভর্তি করে
পিছিয়ে পড়ে পাছে ?
শরীর ভাল থাকবে বলে
দিয়েছি সাঁতারে ,
মাছে মধ্যে একটুখানি
কম্পিটিশন করে।
এই তো সেবার মেডেল পেল
ক্যারাটে চ্যাম্পিয়ান
দেখে আমি ভীষণ খুশি
আমার খুকু মহান ।
মাঝে মাঝে বলে বটে
আর পারি না মা গো
না পারলে হয় নাকি?
জাগো দেখি জাগো ।
(আমাদের নিজেদের ইচ্ছে গুলো শিশুদের ওপর চাপিয়ে দিয়ে স্বপ্ন পূরণ করার চেষ্টা করি তারা কতটা নিতে পারবে তার খেয়াল না রেখেই।এতে তারা একটা যন্ত্র ছাড়া আর কিছুই তৈরি হয় না।বাস্তব থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ।কখনো কখনো ফল আরো ভয়ানক হয়।)