যেপথ গিয়েছে মিশে
ধূলি আর ঘাসে ঘাসে
কৃষকের ফেলে যাওয়া লাঙলের ফলায়
রবির কিরণে মজা বেদনায়
শুনশান পড়শিও চুপ
বলরামের হলের এ কি রূপ
চারিদিক নিশ্চুপ
কৃষকের অভাব ভোলায় এই কি সময়?
বিবর্ণ হোলির রঙ সব ফেলে
ধুলোয় খেলা করে যে ছেলে
অজানা জমানায়
নীল তার সীমানায়
মনের ক্যানভাসে
যে রঙ ভাসে
বিশ্ববিমোহিনী রস তিলক
সে কি ঝড়াবে পালক
কোন কাদাখোঁচার, কোন দোয়েলের
কোন কোয়েলের?
নীরব বসন্তের প্রেম যাচা শুরু
বুকে তার অক্ষয় ভয় গুরু গুরু
বাজে। হিংসার রণতরী
জিঘাংসার বুক চিরি
জানি না ফিরবো কিনা
মজা পুকুরে খালুসের
কাছে।
এখনও সময় কিছূ আছে
Related Posts
অনন্ত প্রতীক্ষায় এখনাে প্রহর গুনি
Leave a Comment
/ অবস্থা ব্যতিক্রম নয়, কবিতা / January 5, 2019 January 5, 2019 / By
sahitya patrika