স্বাধীন দেশে জন্ম আমার
বাংলা মায়ের কোলে
স্বাধীন ভাবে কথা বলি
মাতৃভাষার বোলে।
জ্ঞান অন্বেষণে চলছি ছুটে
শহর- নগর- গ্রামে
চাওয়া পাওয়া মিশে আছে
আকিঞ্চনের খামে।
শহর নগর গ্রামে ছুটি
জ্ঞানের অন্বেষণে
চাওয়া পাওয়া মিশে আছে
ঐনা আকিঞ্চনে।
কালের রথে আলোর নাচন
দেখছি ঘুরে ঘুরে।
আল পথ চলি নির্ভয়ে আমি
বাংলার বুক জুড়ে।
শস্য শ্যামলা দেশটা আমার
রুপের নাইতো শেষ
পাখ-পাখালির কণ্ঠে শুনি
সুরেলা গান, বেশ।
স্বাধীন দেশের স্বাধীন মানুষ
গাইবো স্বাধীন গান
স্বাধীনতার গান শোনলেই
জুরাবে এই প্রাণ।