এমন বৃষ্টি ভেজা মুহূর্তেরা
আমায় জাপটে নিল সুখে।
আদর মাখালো নরম ফোটায় ফোটায়
পিঠে আমার জল আল্পনা,
আলতো হাতে খেলছ এলোচুলে..
আমার নগ্ন মন আড়াল করতে জানে।
বধির র সে শুনতে হাজার বারণ,
আমার লেপ্টে থাকা শরীর মনে
তোমার স্মৃতি মেদুর আক্রমণ।
.
.
.
বাংলা সাহিত্য - লেখক - সমালোচক - পাঠক
বাংলা সাহিত্য - লেখক - সমালোচক - পাঠক
.
.
.