মেয়েটার সহপাঠি মনকে ভালোবেসেছিলো
সুতির চাদর, মজার শীত আড়ালের কালে
রামায়ণের মায়ায় চোখে স্বপ্ন
হঠাৎ ছন্দপতন, বিষাদ নৃত্য…
মৌনতা র কলম ধায়, রূপের জ্যোৎস্নায়
সে কোন দৃঢ় দৃষ্টি আকর্ষণে
গাড়ি ছুটছে, সম্পর্কের বাধা পেরিয়ে
একঘেয়ে পালতোলা জীবন
পানসি নৌকা ছিলো, স্রোত ছিলো
ছিলো ভীষণ ঢেউ
সাঁতার অজানা , তবু উন্মাদনার জলে হাবুডুবু।
গুঁড়ো দুধ, চুরি করে খাওয়ার বয়স।
ফিরে আসুক ঘন ঘন পুরনো বয়সের খেলা।