অনেক বন্ধু এ জগতে
ফুল যখন ফুটলো প্রভাতে
আসল নকল চিনলো দুপুরেতে
তখন বেলা অসময়।।
ছিল যারা মানব বন্ধু
কবর পাড়ে গিয়েই অবন্ধু
শুয়ায়-নাই দরদ এক বিন্দু
কেহ নাই পাশে দেবার অভয়।।
সঙ্গের সাথি সাদা বসন
সব সাথি হারা তুমি তখন
আছে সঙ্গে আমলনামার কথন
ভাল ফলে রয়েছে শান্তিময়।।
শান্তি সুখের ভালবাসা
পাইতে করলে আশা
মন ভরে বাঁধো বাসা
সুজন কান্ডারী হবেন দয়াময়।।