রিক্তের বিশাল অরণ্যে
এক চিলতে ডালে
তুমি বসেছিলে হলদে পাখি,
বাতাসে ছিল সুমিষ্ট ফলের গন্ধ
আকাশে ছিল ডানা মেলবার
আহ্বান ও উচ্চতার হাতছানি।
উড়ে গেলে নীল পাখনায়
আকাশই মিশতে চাইল তোমার সাথে
অবশেষ দূর দৃষ্টি নির্ভর স্মরণে
ভাষাহীন মৌনতা এখন প্রিয় শূন্যতা
মানা না মানার অস্ফুট বয়ানে।
অতিত হয়ে রইল আলো –
আর কি আসবে হলদে পাখি?
কথাকলির কাকলি নিয়ে
অরণ্যের নির্জনে? কিছু বল?