হাওয়ার নাকি বদলায় মুখ
হাওয়া নাকি ঘুরতে জানে।
হাওয়ার কথা হাওয়া ছাড়া
কে আর তেমন ছড়ায় প্রাণে।
ক্ষণে ক্ষণে এই ছড়ানো, ক্ষণেক
পরে উধাও যে সব।
হাওয়ার তালে সবই দোলে
তাই তো করি এত রব।
হাওয়া কারো হাত ধরা নয়
কখনো আমার, কখনো তোমার
হাওয়ার পালে না আটকালে-
হাওয়ার হাওয়ায় বিন্তিকাবার।
ধরে হাওয়া বুকের খাঁচায়
যারা ধরে রাখতে জানে–
তারাই বোঝে কত আনন্দ
তারাই বোঝে বাঁচার মানে।
ছাড়লে হাওয়া চিরতরে
কেউ বাঁচে না এই দুনিয়ায়
হাওয়া বদল লাগে না কাজে
হাওয়া চেনা তাই বড় দায়।
হাওয়ায় চলে মোটর গাড়ি
হাওয়ায় চলে লরী-বাস
পালের হাওয়ায় নৌকো চলে
জলপথে বারোমাস।
হাওয়া ছাড়া ওড়ে না বিমান
যতই করো কসরৎ
হাওয়া ছাড়া সাইকেল তাই
বিগড়োয় যে যাওয়ার পথ।
হাওয়ায় বাজে হারমোনিয়াম
হাওয়ায় বাজে হরেক বাঁশি
হাওয়া ছাড়া বাজে না বাদ্যি
হাওয়া তোমার খুশির রাশি।।