ছোট্ট মেয়ে খেলবে বলে
ধরেছে এবার বায়না
দাদার মত বল কিনে দাও
পুতুল আমার চাই না।
ঠাকুমা বলে পুতুল খেল
ঘরে বসে বসে
বল খেলে ঠ্যাঙ ভাঙবি
বিয়ে হবে না শেষে।
দেখ না খুলে কত জিনিস
কত রকমের খেলনা।
হাঁড়ি উনুন বালতি কড়াই
কর দেখি রান্না।
তাই না দেখে ছোট্ট শিশু
মহানন্দে মেতে
ভালো ভালো রান্না করে
মা কে দিল খেতে।
খুকু এবার ডাগর হল
খেলনাবাটি শেষ
শশুড়বাড়ি যাবে বলে
ধরেছে যে বেশ।
এ বাড়ির আদুরে মেয়ে
ও বাড়ির বউ
খেলার মধ্যেই হাতেখড়ি
বুঝল না তো কেউ।