প্রায়ই সব ওলট পালট হয়ে যায়
যা হবার নয় তাই হয়ে চলে
মনে হয় আর চলতে পারব না
কাঁটা বিছানো বন্ধুর পথ
বড় কঠিন সে পথ চলা।
বাজারে দেনা অনেক
শুধব কি করে, ভয়ে মরি
সম্বল শেষ, আমি অসহায়,
ঠিক যখন সাহায্য দরকার
তখন আমি সহায়হীন।
হাসতে ইচ্ছে করে
কিন্তু হাসি শুকিয়ে যায়
বিশ্রাম দরকার কিন্তু সময় কই?
জীবনটা বড় বিচিত্র, পথ আঁকাবাঁকা
বাস্তবের অভিজ্ঞতা বড় রূঢ়
পরিচিত বন্ধুবান্ধব অনেকে সরে যায়
ফিরেও তাকায় না তারা এই দু:সময়ে।
যখনই সাফল্য আসন্ন মনে হয়
সব কেমন ওলট পালট
আর বোধ হয় পারলাম না—
তাও ঘুরে দাঁড়াতে হয়
হার মেনে নিলে হারতে হয়,
আর একটু চেষ্টায় আর এক ধাক্কায়
জয় আসবে হয়তো——
হাল ছাড়লে চলে না।
লক্ষ্য খুব কাছে কিন্তু মনে হয় দূরে
সে আশাহত হাল ছেড়ে দেয়
বিজয় মুকুট ছিল হয়ত প্রাপ্য
কিন্তু বুঝতে সেটা দেরি হয়
কত কাছে এসেও সে দূরে সরে যায়।
তোমার মনের ভয়—-
নিশ্চিত জয় পরাজয়ে পরিণত হয়,
জয় কত কাছে তুমি দেখো না,
ছেড়ে দিলে চলে না
লড়াই চালিয়ে যেতে হয়
যতক্ষণ না আসে জয় ।
