বিশ্বাস হারিয়েছ তো মরেছ
বিশ্বাসই যে তোমার শ্বাস প্রশ্বাস
হারিও না বিশ্বাস
বিশ্বাস হারিয়েছ তো হেরেছ
শক্তি যোগায় তোমায় বিশ্বাস
হারিও না বিশ্বাস
বিশ্বাস হারিয়েছ তো পথ ভুলেছ
পথ দেখায় বিশ্বাস
হারিও না বিশ্বাস
বিশ্বাস হারিয়েছ তো চোখে অন্ধকার
আলো দেয় বিশ্বাস
হারিও না বিশ্বাস
বিশ্বাস হারিয়েছ তো তুমি মনন হারা
তোমার চেতনায় বিশ্বাস
হারিও না বিশ্বাস
বিশ্বাস হারিয়েছ তো তুমি একা
তোমার বন্ধু বিশ্বাস
হারিও না বিশ্বাস
বিশ্বাস জনম বিশ্বাস মরন
আকাশের ধ্রুবতারা বিশ্বাস
হারিও না বিশ্বাস
বিশ্বাস শাশ্বত বিশ্বাস চিরন্তন
বাঁচার আশা তোমার বিশ্বাস
হারিও না বিশ্বাস
তোমার শপথে তোমার বিশ্বাস
বিশ্বাস হারা তুমি দিক শূন্য
হারিও না বিশ্বাস
বিশ্বাস জীবনের সন্ধিক্ষণ
বেঁচে থাক বিশ্বাস সর্বক্ষণ
না যেন হারায় বিশ্বাস অনুক্ষণ
বিশ্বাসহীন জীবন বিষাদ
আনন্দ কোলাহল বিশ্বাস
হারিও না বিশ্বাস
খুঁজে পাও তাকে
প্রেম তোমার বিশ্বাস
হারিও না বিশ্বাস
ফিরিয়ে আনতে হয় বিশ্বাস
জীবনের রসদ বিশ্বাস
হারিও না বিশ্বাস।