হারিয়ে যাওয়া // পলাশ পুরকাইত Leave a Comment / কফি হাউসের অমলের কথা / August 3, 2019 August 3, 2019 / By sahitya patrika কফি হাউসের অমলের কথা , কবি হতে চায় ; ছাপে না তার কোন কবিতা । নীরেন বাবুর অমলকান্তির কথা , রোদ্দুর হতে চায় ; অন্ধকার ছাপাখানা শোনে তার ব্যথা । অমল থেকে অমলকান্তির জয়গাথা কিভাবে যেন হারিয়ে যায় ; অথচ হারিয়ে যাওয়ার ছিল না কথা ।।