সকাল বেলা ঘুম ভাঙতো
মায়ের ডাকে আমার,
একটু দেরি হলে পরে
বাবা ডাকত আবার ।
তাড়াতাড়ি তৈরি হয়ে
যেতাম পাঠশালা,
সেখানেতে শুরু হত
জ্ঞানের যত পালা ।
একটু একটু তৈরি হত
বন্ধু বান্ধব কত,
গল্প হত সবাই মিলে
আজব আজব যত ।
ছুটির পরে হুল্লোর করে
যেতাম বাড়ি আমি ,
মায়ের হাতে রান্না পেতাম
সব খাওয়ার চেয়ে দামি ।
সেই খেয়ে চলে যেতাম
আমি বিদ্যালয়ে,
সেখানে বইত জ্ঞান
মহা প্রলয়ে ।
সেখান থেকে বেরিয়ে
এলাম খোলা মাঠে,
খেলার জন্য বন্ধুরা
আমায় শুধু ডাকে ।
এ সব কিছু হারিয়ে
বড়ো হলাম আমি,
মনের মধ্যে নেই কো সুখ
নেই তো কিছু দামি ।
কাজের ভীড়ে পাচ্ছি না আর
বাবা মায়ের প্রিতী,
হাত বাড়িয়ে ডাকছে আমায়
হারিয়ে যাওয়া স্মৃতি ।